পিএনএস ডেস্ক: ফুলপুরে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে জামাতাকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। হতভাগ্য জামাতার নাম উজ্জ্বল মিয়া।
তিনি হালুয়াঘাট উপজেলার পুতিকুড়া গ্রামের সুরুজ তালুকদারের ছেলে। উপজেলার বওলা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্ত্রী আসমা আক্তার সোমবার সন্ধ্যায় ফুলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উজ্জ্বল শুক্রবার সপরিবারে মহদীপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তার শ্বশুরের নাম আইন উদ্দিন। পরদিন স্ত্রীর চাচাত ভাই কাজল শেখের শিশুপুত্র তুষারের (৪) সঙ্গে উজ্জ্বল মিয়ার ছেলে আয়াতের (৪) ঝগড়া হয়। এ নিয়ে কাজল শেখ ও তার লোকজন উজ্জ্বল ও আসমাকে মারধর করে।
আসমা জানান, এদিন রাতে পুকুর পাড়ে স্বামীর চিৎকার শোনেন। এগিয়ে গেলে জানতে পারেন চাচাত ভাইয়েরা স্বামীকে মারধর করে জোরপূর্বক বিষ খাইয়ে দিয়েছে।
ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তরের পর উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/রাশেদুল আলম
ফুলপুরে শ্বশুরবাড়িতে বিষ খাইয়ে জামাতাকে হত্যা
12-11-2024 02:15AM