পিএনএস ডেস্ক: শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ নামের প্রতিষ্ঠান থেকে বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. মাজেদুল হক। বিকেল ৪টা ১৫ মিনিটে গাড়িটি মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে আটক করা হয়।
মাজেদুল হক জানান, আমদানিকরা গাড়িটির দলিলাদি যাচাইয়ান্তে দেখা যায়, আমদানিকারক নাগোয়া করপোরেশনের মাধ্যমে ২০১০ সালের মে মাসে ছাড়করণ করে। সেই সময় আমদানিকারক এটিকে বিএমডব্লিউ ফাইভ সিরিজ উল্লেখ করেন। মিথ্যা ঘোষণা ও দলিলাদি জালিয়াতি করে গাড়িটি আমদানি করা হয়।
শুল্ক গোয়েন্দাদের ধারণা আমদানি করা গাড়িটি মূলত মিথ্যা ঘোষণায় দলিলাদি জালিয়াতি করে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে শুষ্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস, চট্টগ্রাম দিয়ে আমদানিপূর্বক ছাড়করণ করা হয়েছে। যা কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮,৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের ২ (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
শুল্ক আইন লঙ্ঘন: তেজগাঁও থেকে বিএমডব্লিউ গাড়ি আটক
13-11-2024 11:28PM