বিতর্কের মুখে নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ বাতিল

  20-11-2024 02:22AM

পিএনএস ডেস্ক: নওগাঁর বদলগাছীতে ছাত্র-জনতার দাবির মুখে খাদ্যবান্ধব কর্মসূচির সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন ডিলারদের নিয়োগ বাতিল করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান ও খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী তোপের মুখে পড়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ‘সর্বস্তরের জনগণ’ লেখা ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা পরিষদ চত্বরে ওই ব্যানারে অংশ নেওয়া বিক্ষুব্ধদের ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইউএনওর গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আওয়ামী লীগের দোসররা, হুঁশিয়ার সাবধান’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী সই করা এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি নিয়োগ দেওয়া ১৫ জন ডিলারের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে বেশ কিছু অভিযোগ ওঠায় ডিসি স্যারের নির্দেশে এ নিয়োগ বাতিল করা হয়েছে। এরপর তারা লোকজন জড়ো করে উপজেলা পরিষদ চত্বরে এসে নানান স্লোগান দিয়েছেন বলে জেনেছি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন