নাটোরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত

  20-12-2024 03:04AM

পিএনএস ডেস্ক: নাটোরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাসের চাপায় এক শিশু নিহত ও অপর এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়বতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদরাসার ছাত্র এবং নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর লক্ষণহাটি গ্রামের ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৬ )। অপরদিকে আহত শিশু তেবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকার তুষার হোসেনের ছেলে ইসরাফিল (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়বতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে শিশু দুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ জানান, শিশু ইসমাইল তার মাদরাসার শিক্ষার্থী। সে দাদির সঙ্গে হয়বতপুর বাজারে ডাক্তার দেখাতে এসেছিল।

এ বিষয়ে নাটোর থানার ওসি মা মাহাবুব হোসেন জানান, বাসটি শিশু দুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। এ সময় চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন