পিএনএস ডেস্ক: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে গ্রেফতারের সূত্র ধরে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন দেশের তিন অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সাফা কবির এবং ভারতীয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। সুনিধি বাংলাদেশের সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে এই পরিচিত শিল্পীদের নিয়ে চলছে ফেসবুক ও মিডিয়া ট্রায়াল।
একটি দৈনিকে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গেছে, এই শিল্পীরা নাকি নিয়মিত মাদকের অর্ডার করতেন একটি হোয়াটসঅ্যাপ নম্বরে। যা জানা গেছে গ্রেফতার হওয়া অরিন্দম রায় দীপের ফোন থেকে। অভিযোগ, এই তারকারা সিসা, এমডিএমএ, এলএসডি, কুসসহ বেশ কিছু মাদক গ্রহণ করেন নিয়মিত। মাদকের সঙ্গে সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদনও পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন একটি গণমাধ্যমকে বলেন, ‘দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমন মন্তব্য আর প্রতিবেদনের তথ্য ধরে দিনভর চলছে শিল্পীদের নিয়ে ট্রায়াল। বিষয়টি নিয়ে শিল্পীদের আত্মপক্ষ সমর্থন কিংবা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। বিপরীতে তাদের কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য ছাড়াই দেশের বেশির ভাগ গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে রমরমিয়ে প্রকাশ হচ্ছে খবরটি।
এদিন সন্ধ্যায় এই বিষয়ে মুখ খোলেন অন্যতম অভিযুক্ত অভিনেত্রী মুমতাহিনা টয়া। তিনি বলেন, ‘খবরটি আমিও জানতে পেরেছি আজ (১৯ নভেম্বর) সকালে পত্রিকার মাধ্যমে। এ বিষয়ে এখনও কোনও তথ্য-প্রমাণ কিংবা কোনও তদন্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়নি। অফিসিয়ালি এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। অথচ সবাই আমার ছবি ও নাম দিয়ে এমন একটি খবর প্রকাশ করে চলেছেন। কেউ আমাকে এ বিষয়ে একটাবার জিজ্ঞেসও করেননি।’
টয়া অনুরোধের সুরে বলেন, ‘নিশ্চিত না হয়ে, মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ। একটা বিচারাধীন বিষয়ে আমি যে আগ বাড়িয়ে কথা বলবো, সেই সুযোগও নেই। কারণ আমি জানিই না আসলে ঘটনাটা কী ঘটেছে।’
এই বলে তিনি এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
পিএনএস/এএ
অবশেষে মুখ খুললেন টয়া
19-12-2024 10:11PM