বাণিজ্যযুদ্ধ: যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ ইইউ’র

  12-03-2025 02:12PM

পিএনএস ডেস্ক: পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে। এতে বাণিজ্য যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাতিল করা হবে। তাছাড়া এপ্রিলের মাঝামাঝি থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা ব্যবস্থার একটি নতুন প্যাকেজও উপস্থাপন করা হবে। বর্তমানে বোট থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত শুল্ক স্থগিত রয়েছে। এখন এসব পণ্যের পাশাপাশি শুল্ক বাতিলের তালিকায় আরও পণ্য অন্তর্ভুক্ত করা হবে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের পাল্টা ব্যবস্থা দুটি ধাপে চালু করা হবে। ১ এপ্রিল থেকে শুরু করে ১৩ এপ্রিল পর্যন্ত সময়ে যা কার্যকর হবে। তিনি বলেন, আমরা অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমি বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সমাধান খুঁজতে দায়িত্ব দিয়েছি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন