বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড গুলি

  13-01-2025 06:17PM

পিএনএস ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।যা নিয়ে সীমান্তে আবারো দেখা দিয়েছে উত্তেজনা।

সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

এর আগে, গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপনে গেলে তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন