পিএনএস ডেস্ক: নেদারল্যান্ডসের একটি বাণিজ্য প্রতিনিধিদল ১০ ফেব্রুয়ারি চার দিনের সফরে বাংলাদেশে আসবে। প্রতিনিধিদলে ১৮টি ডাচ কোম্পানির প্রতিনিধিসহ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
নেদারল্যান্ডস সার্কুলার টেক্সটাইল প্রোগ্রামের অংশ হিসেবে এটি বাংলাদেশে তাদের প্রথম বাণিজ্য মিশন। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও নেদারল্যান্ডসের কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কাজ করবে এই প্রতিনিধিদল।
নেদারল্যান্ডসের বাণিজ্য প্রতিনিধিদলটির এই সফরের আয়োজন করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস ও নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও)। তা ছাড়া সহযোগী হিসেবে রয়েছে এক্সপোর্ট পার্টনার, ক্লিন অ্যান্ড ইউনিক এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। বিএইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএই জানায়, সফরকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলটি বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত ‘ষষ্ঠ সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম’ (এসএএফ) শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনে যোগ দেবে। বাংলাদেশকে বৈশ্বিক তৈরি পোশাকশিল্পে দায়িত্বশীল সোর্সিংয়ে নেতৃস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনকে উৎসাহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এক বিবৃতিতে বলেন, তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। বিনিয়োগ ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নেদারল্যান্ডস মনে করে, বাংলাদেশে এই খাতের অনেক সম্ভাবনা রয়েছে। সে জন্য সার্কুলার টেক্সটাইল প্রোগ্রাম চালু করা হয়েছে। বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত ব্যবধান হ্রাস ও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এই বাণিজ্য মিশন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এসএস
ঢাকায় আসছে নেদারল্যান্ডসের বাণিজ্য প্রতিনিধিদল
04-02-2025 08:22PM