এক কার্গো এলএনজি ও ৬০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত

  25-02-2025 04:14PM

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ১৫২ টাকা।

আসন্ন রমজান মাস বিবেচনায় দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা। 

৬০ হাজার টন সারের মধ্যে ৩০ হাজার টন আসবে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে। প্রতি  ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। 

এ ছাড়া বাকি ৩০ হাজার টন আসবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। 

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন