স্থায়ীভাবে বন্ধ হলো কেয়া কসমেটিকস

  23-01-2025 07:52PM

পিএনএস ডেস্ক: বাজারে চলমান চ্যালেঞ্জের কারণ দেখিয়ে আগামী মে মাস থেকে স্থায়ীভাবে কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই ঘোষণা দেয়।

এই সিদ্ধান্তের পেছনে প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি বাজারের অস্থিতিশীলতা, ব্যাংকের অ্যাকাউন্টে অসঙ্গতি, কাঁচামালের সংকট ও উৎপাদন কার্যক্রম কমে যাওয়াকে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ মে থেকে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ মে থেকে কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

এটি কেয়া কসমেটিকসের ব্যবসায়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বহু বছর ধরে দেশের প্রসাধন ও রূপচর্চা শিল্পে অন্যতম পণ্য সরবরাহকারী হিসেবে ব্যবসা করে আসছে কোম্পানিটি। তবে বন্ধ ঘোষণার পর এখনও ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

বাজারের পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং এই খাতের ব্যবসায়ীদের আর্থিক চাপের মধ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হলো।

কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন