পিএনএস ডেস্ক: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এপ্রিলের প্রথম ৫ দিনে ৪৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বলা হয়েছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩ কোটি ৮৫ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৭৩ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলারের প্রবাসী আয়।
গত মার্চ মাসে প্রবাসীরা ১৯৯ কোটি ৬৮ লাখ ডলারের প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন। এই অর্থ গত ফেব্রুয়ারি মাস এবং গত বছরের মার্চে দেশে আসা প্রবাসী আয়ের তুলনায় কম ছিল। গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।
এসএস
দেশে সাড়ে ৪৫ কোটি ডলার রেমিট্যান্স এলো পাঁচদিনে
09-04-2024 10:29PM