পিএনএস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানালেন, গোপনে বিয়ে সেরেছেন অহনা। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অভিনেত্রী। ২০২৩ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন তারা।
নেটদুনিয়ায় একটি ভিডিও পোস্ট করে অহনা লিখেছেন, প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সবাই। ওর মা তখন জীবিত এবং উনি সেদিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।
তিনি আরও বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। একটু খুনসুটি আর ভালোবাসা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।
বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল বিয়ের বিষয়টি সবাইকে জানানোর জন্য সেটা সঠিক সময় নয়।
পিএনএস/রাশেদুল আলম
এবার গোপন বিয়ের কথা নিজেই ফাঁস করলেন অহনা
03-01-2025 11:47AM