পিএনএস ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মঙ্গলবার বন্ধ থাকবে।
সোমবার (৫ আগস্ট) পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ বিষয়টি নিশ্চিত করে।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার (৬ আগস্ট) আমাদের সংগঠনের সদস্য কারখানাগুলো বন্ধ থাকবে।
বিজিএমইএর সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মঙ্গলবার (৬ আগস্ট) কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেব।
এদিকে, শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথমদিন রোববার সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার-আশুলিয়ার অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে আবার কারখানা বন্ধ হয়ে যায়।
এসএস
পোশাক কারখানা বন্ধ থাকবে মঙ্গলবার(৬ আগস্ট)
06-08-2024 01:24AM