পিএনএস ডেস্ক: খুলনায় ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর ফরাজিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সিদ্দিকিয়া পোলট্রি অ্যান্ড মেডিকেল হলকে নকল পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স ওয়েসিস পোলট্রি এলাইডকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সাউথ সেন্ট্রাল রোড এলাকার মেসার্স মেসার্স জসিম এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন ও বিভাগীয় কার্যালয়ের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পিএনএস/রাশেদুল আলম
খুলনায় ডিমের বাজারে অভিযান, ৩ দোকানির জরিমানা
14-10-2024 10:03PM