পিএনএস ডেস্ক: ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। কেজিপ্রতি ৫৬ টাকা ৫৯ পয়সা হিসেবে এই চাল আমদানিতে মোট খরচ পড়বে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। ভারত থেকে এই চাল আমদানির অনুমতি পেয়েছে এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চাল আমদানির এ প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাঁচটি আবেদন জমা পড়লে সেগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড নির্বাচিত হয়।
জানা গেছে, প্রতি টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে এ চাল কিনতে ব্যয় হবে মোট ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৬ টাকা ৫৯ পয়সা।
পিএনএস/রাশেদুল আলম
ভারত থেকে ২৮২ কোটি ৯৬ লাখ টাকার চাল আমদানির অনুমতি
22-11-2024 01:47AM