জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল

  22-11-2024 12:44AM

পিএনএস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘাতক অটোরিকশা চালককে গ্রেফতারের দাবিতে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক অটোরিকশা চালককে গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসের ৫৩তম ব্যাচের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অটোরিকশা চালককে গ্রেফতারের দাবি জানান। গ্রেফতারে ব্যর্থ হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন