৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

  25-11-2024 04:08PM

পিএনএস ডেস্ক: রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। এ সময় কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের এ ঘটনায় আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

আহতদের মধ্যে রয়েছেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০), কবি নজরুল সরকারি কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯), এ ছাড়া সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরও বেশ কয়েকজন। দেওয়া হচ্ছে। তাদের বেশির ভাগই মাথায় আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন