পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার কুর্দি যোদ্ধাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করলে তাদের মাটিচাপা দেওয়া হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে লড়াই করছে তুরস্ক সমর্থিত বিদ্রোহী ও কুর্দি ওয়াইপিজি যোদ্ধারা।
আসাদ পতনের পরই তুরস্ক বলে আসছে, অবশ্যই কুর্দি যোদ্ধাদের এই লড়াইয়ের ইতি টানতে হবে। সিরিয়ায় তাদের কোনো জায়গা নেই।
এরদোয়ান বলেছেন, ‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় অস্ত্রকে বিদায় জানাবে অথবা তাদের সিরিয়ার মাটিতেই অস্ত্রসমেত পুতে দেয়া হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘যারা আমাদের ও কুর্দি সহোদরদের মধ্যে রক্তের দেয়াল তুলে দিয়েছে, আমরা সেই সব সন্ত্রাসী সংগঠনকে চিরতরে মুছে ফেলবো।’
ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রসহ অন্য ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।
এসএস
কুর্দি যোদ্ধাদের উদ্দেশ্যে এরদোয়ানের হুঁশিয়ারি
26-12-2024 03:56PM