পিএনএস ডেস্ক: সিরিয়ার পশ্চিমাঞ্চলে এক হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন নিরাপত্তাকর্মী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দেশটির বিদ্রোহী-নেতৃত্বাধীন সরকারের দাবি সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এই হামলার সঙ্গে জড়িত। তারা বলছে, আসাদ বাহিনীর সদস্যদের সঙ্গে গত মঙ্গলবার দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এই লড়াই সংঘটিত হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারের সঙ্গে জড়িত সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টাকালে এমন অতর্কিত হামলা চালিয়েছে আসাদের বাহিনী। এই ঘটনায় আসাদ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়াতে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক দল এসওএইচআর নামের মানবাধিকার সংস্থা। ঘটনা সামাল দিতে আরও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পৃথক এক ঘটনায় হোমস শহরের কেন্দ্রস্থলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সিরিয়ার কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, আলাউইতের একটি মাজারে হামলার ভিডিও প্রকাশের পর অস্থিরতা দেখা দেয়। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ভিডিওটি গত নভেম্বর মাসের। এবং কারা ওই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও অজানা। তবে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, হোমসে উত্তেজনাকর পরিস্থিতিতে একজন বিক্ষোভকারী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তারতুস, লাতাকিয়া শহর এবং আসাদের নিজ শহর কারদাহা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহিরর আল শামের (এইচটিএস) নেতৃত্বে আসাদ সরকারের পতন হয়। এরপর প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়াতে চলে যান। এখন তারা সেখানেই অবস্থান করছেন।
পিএনএস/আনোয়ার
আসাদ বাহিনীর অতর্কিত হামলায় সিরিয়ার ১৪ নিরাপত্তাকর্মী নিহত
26-12-2024 11:33AM