চলতি মাসের মধ্যে সব পাঠ্যবই ছাপা ও বিতরণের আশা

  07-01-2025 10:21PM

পিএনএস ডেস্ক: নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার পাঠ্যবই বিতরণের কথা থাকলেও ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি এক লাখ ৪৪ হাজার ৭১৬টি বই ছাপা হয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, এখনো পর্যন্ত অনেকগুলো পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি। যদিও অনলাইন প্ল্যাটফর্মে বইগুলো দেওয়া হয়েছে তবুও শিক্ষার্থীদের কিছু অসুবিধা হচ্ছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাঠ্যবই ছাপার ক্ষেত্রে আগে কিছু জটিলতা ছিল। অন্যান্য বছর বেশিরভাগ বই ভারত থেকে ছাপানো হতো। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বছর সব বই দেশেই ছাপানো হবে। বই ছাপানো কাজের সঙ্গে ১০ থেকে ১২ লাখ মানুষ জড়িত।

তিনি আরও বলেন, যদিও শিক্ষার্থীদের সাময়িক সমস্যা হচ্ছে তবে দেশে বই ছাপানোর ফলে অর্থনৈতিকভাবে এ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা উপকৃত হচ্ছেন। শিক্ষার্থীদের সাময়িক সমস্যার কারণে সরকার আন্তরিকভাবে দুঃখিত।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, বিগত সরকারের আমলে পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে একটি অসাধুচক্র গড়ে উঠেছিল। এই চক্রটি এবারও সক্রিয় ছিল। তারা শুরু থেকে কিছুটা অসহযোগিতা করেছে। এ কারণে বই ছাপানোর ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে এ সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন