পিএনএস ডেস্ক: পুরান ঢাকার ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেনের শহীদ শামসুল আলম ছাত্রাবাসটি ঐতিহ্যবাহী স্থাপনা জমিদার যতীন্দ্র কুমার সাহার ‘মঙ্গলাবাস’ ভবন। নান্দনিক কারুকার্যখচিত ভবনটি এখন কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। শতবছরের পুরোনো এই ছাত্রাবাস পুরান ঢাকার যেমন ঐতিহ্য, তেমনি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদের মাথাগোঁজার একমাত্র ঠাঁই। দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ছে। দিনের বেলায় ছাত্রাবাসের ভেতরে ভুতুড়ে পরিবেশ। এরপরও এটি সংস্কারের উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ।
মুক্তিযুদ্ধের কিছু আগে থেকেই কবি নজরুল কলেজের ছাত্রাবাস হিসেবে ভবনটি ব্যবহৃত হয়ে আসছে। পরে ভবনটির নামকরণ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ এই কলেজের ছাত্র শামসুল আলমের নামে।
এসএস
জরাজীর্ণ ছাত্রাবাসে ঝুঁকিতে শিক্ষার্থীরা
19-01-2025 09:57PM