জাবির ভর্তি পরীক্ষা: তৃতীয় দিনে চলছে ‘ই’ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা

  11-02-2025 12:26PM

পিএনএস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া ‘ই’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৩য় শিফট থেকে ৫ম শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিটভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে মোট আবেদনের সংখ্যা ১৫ হাজার ১৮১টি। এতে প্রতি আসনে জন্য লড়বেন ৭৬ জন শিক্ষার্থী। এছাড়া ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী ৪৬ হাজার ৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬ হাজার ৩২৮ জন। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ১৭২ জন শিক্ষার্থী।

এর আগে ৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরে ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের ছাত্রদের এবং শেষ শিফটে আইবিএ-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন