পিএনএস ডেস্ক: বিগ বসের ১৩ তম আসরের প্রতিযোগী হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের সম্পর্কের কথা সবার জানা। জুটি হিসেবেও তারা বেশ জনপ্রিয়। এরইমধ্যে জুটেছিল ফ্যান ফলোয়ার। এবার এলো তাদের অনুসারীদের জন্য মন খারাপ করা খবর। ধর্মের জন্য তিন বছরের সম্পর্কে ইতি টেনেছেন হিমাংশী-অসীম। সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবর জানিয়েছেন হিমাংশী নিজেই।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে হিমাংশী লিখেছেন, ‘হ্যাঁ, আমি আর অসীম আর একসঙ্গে নেই। আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দর। আমরা একসঙ্গে যে সময়টা কাটিয়েছে সেগুলো দারুণ, কিন্তু একজন আমরা আলাদা।’
তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের সম্পর্কটা দারুণ ছিল, কিন্তু আমরা এবার যে যার মতো নিজেদের জীবনে এগিয়ে যাব। আমরা একে অন্যের ধর্মকে শ্রদ্ধা জানিয়েই নিজ নিজ ধর্মের জন্য আমাদের ভালোবাসাকে কুরবান করলাম। আমাদের একে অন্যের উপর কোনও রাগ ক্ষোভ নেই। আশা করব আপনারা আমাদের ব্যক্তিগত বিষয়টাকে সম্মান করবেন।’
তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অসীম। হয়তো বিচ্ছেদের বেদনায় মুষড়ে পড়েছেন। তাই হয়তো সময় নিচ্ছেন। নেটিজেনদের বেশ পছন্দের ছিলেন তারা। অনুসারীরা আদর করে তাদের ‘অসিমাংশী’ বলে ডাকতেন।
বলে রাখা ভালো, কেবল বিগ বস ১৩ নয়, তারা দুজন একসঙ্গে একাধিক প্রজেক্টেও কাজ করেছেন। বারবার নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন তারা। বলেছেন একে অন্যের সঙ্গে ঠিক কতটা খুশি তারা। কিন্তু মাত্র তিন বছরেই বদলে গেল গল্প।
পিএনএস/এমএইউ
ধর্মের কারণে আলাদা হলেন হিমাংশী-অসীম!
07-12-2023 03:54PM