এবার রাম চরণের সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে প্রাণ গেল ২ ভক্তের

  06-01-2025 07:51PM

পিএনএস ডেস্ক : এবার রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারেও ঘটে গেল প্রায় একই রকম অঘটন। ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হলো নায়কের দুই ভক্তের।

‘পুষ্পা টু: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। এ ঘটনায় আহত হয় তার ৮ বছরের ছেলে। ঘটনার সময় হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক আল্লু অর্জুন নিজে।

তাই অভিযোগের আঙুল ওঠে তার দিকে। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। অভিনেতাও ক্ষতিপূরণের ঘোষণা দেন।

এবার রাম চরণের সিনেমার ক্ষেত্রেও ঘটলো প্রায় একই ঘটনা। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল তাই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি।

মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।

‘গেম চেঞ্জার’-এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু নিহতের পরিবারের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, ‘এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি তাদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। এর আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন