বিয়েতে উপহার হিসেবে কী পেয়েছিলেন ঋষি-নীতু

  14-01-2025 11:25PM

পিএনএস ডেস্ক: বলিউডের তারকা দম্পতি ঋষি কাপুর ও নীতু কাপুর শুধু পর্দায় আলোড়ন সৃষ্টিই করেননি। ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়ও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা চর্চা করে থাকেন। তবে তারকা জুটির বিয়েতে বেশ কিছু মজার ঘটনা ঘটেছিল। এক সাক্ষাৎকারে সে সুন্দর মুহূর্তের কথা তুলে ধরেছেন নীতু। নীতু জানান, তার বিয়ে বলিউডের কোনও সিনেমার চেয়ে কম নয়। তাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা তো ছিলেনই বিশেষ দিনটিকে ঘিরে।

অভিনেত্রীর কথায়, ‘কিছু নিমন্ত্রিত বিহীন অতিথি সুন্দর কাগজে মুড়ে এমন উপহার নিয়ে এসেছিলেন যা কেউ ভাবতেও পারবে না। সব অনুষ্ঠান শেষ হওয়ার পর উপহার খুলে দেখার পর অবাক হয়েছিলেন।’ ‘এক প্যাকেট ভর্তি পাথর। শুধু কী তাই, কিছু উপহার এমন ছিল যা কেউ বিয়েতে দিতে পারে তা ভাবতেও পারিনি। শুধু পাথরই নয়, আমার বিয়েতে চটিও উপহার হিসেবে পেয়েছিলাম।’

প্রসঙ্গত, ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ঋষি। চারিদিকে তখন প্রচুর লোকের সমাগম। হঠাৎ অজ্ঞান হয়ে যান অভিনেতা। অজ্ঞান হয়ে পড়েন অভিনেত্রীও। সকলেই তখন ভয় পেয়ে গিয়েছেন। ১৯৮০ সালের ২২ জানুয়ারি আরকে হাউজে তাদের বিয়ে উপলক্ষ্যে প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন