পিএনএস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। নায়িকার বাইরেও বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতে দেখা যায় তাকে।
এদিকে বেশ লম্বা সময় ধরে বড় পর্দায় তেমন ভাবে নিয়োমিত নন অপু বিশ্বাস। নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশুটে অংশ নিয়েই বর্তমানে ব্যস্ততা তার। সামজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকদের পাশাপাশি তার ভক্তদেরও প্রশ্ন চলচ্চিত্রে অপু বিশ্বাস নেই কেন? এ নিয়ে অনেক দিন ধরে আলোচনা চললেও নীরব ছিলেন অপু। অবশেষে কারণ জানালেন ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরো অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এজন্য যদি আরো সময় লাগে লাগুক; কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।
সময় চেয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি ও ক্যানভাসসহ আরো অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রাপ’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এটি। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। তা ছাড়াও অভিনয় করেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করেন দ্বীন ইসলাম।
এসএস
সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে চান অপু বিশ্বাস
21-11-2024 06:29PM