পিএনএস ডেস্ক: কিছুদিন আগেই সিনেমার জগতকে বিদায় জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ।
চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।
শুক্রবার তার দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন।
থালাপতি বিজয় এদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন। ইফতারটি YMCA গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩,০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
বিজয়ের এই মানবিক উদ্যোগের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম তার নতুন ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
পিএনএস/এএ
মুসলিমদের সঙ্গে ইফতার করে নামাজ পড়লেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়
08-03-2025 10:46PM
