পিএনএস ডেস্ক: দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। জানা গেছে, আলোক হাসান নির্মিত অ্যাকশন ঘরানার ছবি ‘টগর’ এ কণ্ঠ দেবেন তিনি।
গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। ‘হবেরে খেলা, কাঁপবে শহর- খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা।
গানড়ি নিয়ে আসিফ আকবর বলেন ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
এদিকে টগর সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদরের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন দীঘি, নেওয়া হয় পূজা চেরিকে।
এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।
এসএস
সিনেমার গানে ফিরলেন আসিফ আকবর
10-03-2025 06:45PM
