পিএনএস ডেস্ক: বহুদিন ধরেই লরেন্স বিশ্নোইয়ের নিশানায় সালমান খান। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই গত কয়েক দিনে জোরদার করা হয়েছে সালমান খানের নিরাপত্তা।
যেকোনও জায়গাতেই সালমানের সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। শুধু আজ নয়। সালমান নাকি বরাবরই যে কোনও জনসভা বা অনুষ্ঠানে যেতে ভয় পান। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নিয়ে তিনি চিন্তিত থাকেন।
যেকোনও অনুষ্ঠানে সালমান হাজির হলেই মুহূর্তে মানুষের ঢল নামে। উন্মত্ত ভিড়ের কারণে সেখানে কোনও অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই একটু বেশিই সতর্ক থাকেন ভাইজান।
২০১৪ সালে সালমানের ছবি ‘কিক’ মুক্তি পেয়েছিল। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিশেষ কারণে ছবির প্রচারে ভিড় এড়িয়ে চলেন।
বিশেষ করে শপিং মলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে। স্বাভাবিকভাবেই ভিড় বেশি থাকে। তার উপর তাকে দেখলে মানুষ ছুটে আসে। সেই ভিড়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
এই ভিড়ে শিশু ও প্রবীণেরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন সালমান। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। সালমান যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন, তখন তার গাড়ির পিছু নেওয়া হয়।
ফলে ড্রাইভারও দ্রুত গাড়ি নিয়ে সেই এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। তবে এত দ্রুত গাড়ি চললে বাচ্চাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে মনে করতেন সালমান।
তাই ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘এমন করবেন না। কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরে যেতে হয়। রাস্তায় এভাবে গাড়ি চললে, কোনও বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এটা একদমই ঠিক নয়।’
বর্তমানে নিরাপত্তার জন্য অতিরিক্ত ভিড় বা জমায়েত এড়িয়ে চলেন সালমান। তবে কাজের ক্ষেত্রে কোনও হুমকিকেই তোয়াক্কা করেন না তিনি। জোর কদমে আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ করছেন অভিনেতা।
এসএস
ভক্তদের চাপে প্রাণহানি হতে পারে বাচ্চাদের, উদ্বেগ সালমানের
15-01-2025 06:46PM