চিৎকার করে অমিতাভকে রেখা বললেন, ‘তোমাকে ঘৃণা করি’

  15-01-2025 08:27PM

পিএনএস ডেস্ক: দিনটি আজও ভুলতে পারেননি রেখা, ভানুরেখা গণেশন। ‘তোমাকে ঘৃণা করি’ অমিতাভ বচ্চনকে ঠিক এ কথা বলতে হয়েছিল অভিনেত্রীকে।

যাকে প্রাণ দিয়ে ভালবাসেন, কী করে তাকে মুখের উপরে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ কথাটা তাকে বলতেই হবে। সেটাও আবার প্রকাশ্যে, ভিড়ের মাঝে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন।

নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। কঠিন পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা।

অনেকক্ষণ পরে ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল, ‘ওহ’। সেসময়ে অমিতাভ-রেখার প্রেম সম্পর্কে সবাই জানেন। যেটা জানেন খোদ জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি।

‘শাহেনশা’র সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ নিয়েছিলেন? বলিউড বলছে, নায়িকাকে নাকি এভাবে বলতে বাধ্য করা হয়েছিল!

কে রেখাকে এই কথা বলতে বাধ্য করেছিলেন? বিআর চোপড়া আর তার ছবি ‘সিলসিলা’। ছবিতে রেখা-অমিতাভ-জয়ার বাস্তব ত্রিকোণ প্রেমের গল্প। যা পর্দায় জীবন্ত করেছিলেন এরা তিনজন। সেখানেই রেখার সংলাপ, তিনি অমিতাভকে বলবেন, অভিনেতাকে ঘৃণা করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা ফের মনে করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কিছুতেই এই সংলাপ বলবেন না। অথচ, চিত্রনাট্যের খাতিরে বলতে তাকে হবেই। শেষে হাল ধরেছিলেন ‘বিগ বি’ স্বয়ং।

তিনি হলিউড অভিনেতা জেমস ডিনের গল্প শুনিয়েছিলেন। জানিয়েছিলেন, একটি দৃশ্যে তিনিও একইরকম দ্বিধাগ্রস্ত ছিলেন। মনের জোরে সেই দ্বিধা কাটিয়েছিলেন নিজেই। রেখাকেও সেটাই করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

অমিতাভের সহায়তায় এক টেকে দৃশ্য নিখুঁত! শট শেষ করে আবেগে প্রিয় নায়ককে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকের চোখের কোণ বুঝি শিরশিরিয়ে উঠেছিল সেদিন!

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন