পিএনএস ডেস্ক: বিটিভির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সৈয়দ আলী হায়দার রিজভী আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।
হায়দার রিজভী লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং পোল্যান্ডের বিখ্যাত লড্জ ফিল্ম স্কুল থেকে ৭০-এর দশকে চলচ্চিত্র পরিচালনায় ডিপ্লোমা করেন। পোলিশ ভাষায় ‘নার্সারী রাইমস’ এবং ‘প্রাসিয়ান অফিসার’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলে দেন তিনি। ২০০৫ সাল পর্যন্ত পোল্যান্ডে ছিলেন রিজভি। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন স্টিফেন স্পিলবার্গ, রোমান পোলানস্কি, আন্দ্রে ভাইদা, লার্স ভন তিয়ারের মতো খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে।
হায়দার রিজভী ১৯৬৮ সালে বিটিভিতে কর্মজীবন শুরু করেন। বিদেশে পড়ালেখার পাট চুকিয়ে ৩৫ বছর পর দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে, পাঠশালা, ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করতেন। বাংলাদেশের নাটকের দল থিয়েটার-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন।
আজ বাদ জোহর নাখালপাড়া ইস্পাহানি কলোনি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পিএনএস/রাশেদুল আলম
চলচ্চিত্রকার হায়দার রিজভী মারা গেছেন
10-02-2025 12:37AM
![](/static/image/upload/news/2025/02/09/396fcbaa424d17564c2595c24ba91cbc_11.png?w=550&h=350)