পিএনএস ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদ প্রয়াত হওয়ার প্রায় সাত মাস পর তাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ এক কনসার্ট। চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের এই আয়োজন, যেখানে অংশ নেবে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড।
শাফিন আহমেদ, বাংলাদেশের সংগীত জগতের এক কিংবদন্তি, যার কণ্ঠের গভীরতা ও সুরের সুমধুরতা আজও আমাদের মনে অমর হয়ে রয়েছে।
তিনি একাধারে একজন গায়ক, সঙ্গীত পরিচালক এবং সংগীতের প্রতি তার অবিচল ভালোবাসার জন্য অমূল্য অবদান রেখেছেন। ‘মাইলস’ ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে তিনি আধুনিক বাংলা রক সঙ্গীতে দিকনির্দেশনা বদলে দিয়েছিলেন। তার গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুর আমাদের জীবনের নানা মুহূর্তের সঙ্গে যুক্ত এবং তার গায়কি মুগ্ধ করেছে নানা প্রজন্মকে। শাফিন আহমেদের সংগীত শুধু গান নয়, একটি অনুভূতি, একটি গল্প, একটি জীবন্ত মুহূর্ত। তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে একত্রিত হচ্ছে ‘ইকোস অব আ লিজেন্ড’।
এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি কনসার্ট অনুষ্ঠিত হবে ১৩ই ফেব্রুয়ারি। কনসার্টটি শুরু হবে তার অমর গানের পুনরাবৃত্তি দিয়ে, যেখানে লাইভ পারফর্ম করবেন কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পী। যেমন: ফিডব্যাক, দলছুট, আরটসেল, অ্যাভয়েডরাফা, ওজি, এবং মাইলস।
শাফিন আহমেদের কণ্ঠ, তার সংগীত ও সুরের অমূল্য উপহার আজও আমাদের জীবনকে প্রভাবিত করে চলছে। আমরা তার গানগুলির সঙ্গে বড় হয়েছি এবং এই কনসার্টের মাধ্যমে আবারও সেই সংগীতের প্রতিধ্বনি আমাদের মনে গুনগুন করবে।
সবাইকে শাফিন আহমেদের সংগীতের সঙ্গে একত্রিত হয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ রইল।
এসএস
কিংবদন্তি সংগীতশিল্পী শাফিন আহমেদের স্মরণে বিশেষ কনসার্ট
11-02-2025 05:09PM
![](/static/image/upload/news/2025/02/11/f1030574e4b2086cddd6f929629e897d_8.jpg?w=550&h=350)