পিএনএস ডেস্ক : রাজধানী ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মাহিম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংকটাপন্ন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম আরও জানান, সন্ধ্যার দিকে ওই কিশোর পায়ে হেঁটে লাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় উপস্থিত অনেকেই তাকে পেছন থেকে ডেকেছে কিন্তু সে শুনতে পায়নি।
নিহতের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে। তার বাবার নাম নাসির উদ্দিন। মাহিম গ্রামেই থাকতো। ভান্ডারিয়া এলাকার একটি স্কুল থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছে।
পিএনএস/এমবিবি
মালিবাগে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
18-07-2023 10:29PM