দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা

  19-07-2023 08:52PM

পিএনএস ডেস্ক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা সংবাদ উপস্থাপনা করলো। ওই সংবাদ উপস্থাপিকার নাম রাখা হয়েছে অপরাজিতা।

বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর-এর সন্ধ্যার ৭টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা।

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।

গত ৯ জুলাই ভারতের বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা।

অপরাজিতা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃত্রিম উপস্থাপিকা সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন