এই প্রথম কংগ্রেসকে ভোট দেবেন না রাহুল গান্ধী

  19-05-2024 03:47PM




পিএনএস ডেস্ক: দিল্লির সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের জনগণকে বুঝিয়ে দিলেন জোটের গুরুত্ব। সেটা বোঝাতে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি নিজে এবার ভোট দেব আম আদমি পার্টিকে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল ভোট দেবেন কংগ্রেসকে।’

এপ্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন- দিল্লিতে আপ, কংগ্রেস জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে সাত লোকসভা আসনে। আগামী ২৫ মে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। আপ লড়ছে চারটি আসনে, কংগ্রেস তিনটিতে। রাহুলদের নিজেদের ভোট যে কেন্দ্রে দিল্লির সেই কেন্দ্রটি এবার জোট সূত্র অনুযায়ী আপের ভাগে গেছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল যেখানকার ভোটার সেটি গেছে কংগ্রেসের ভাগে। ফলে গান্ধী পরিবারের সদস্যরা সম্ভবত এবারই প্রথম কংগ্রেসের প্রতীকে ভোট দেবেন না। আবার কেজরিওয়ালও ভোট দেবেন না আপকে। রাহুল বোঝালেন তাতেও আপত্তি নেই তার।

জোট স্বার্থ সবার ওপরে। রাহুলের বার্তার পর স্পষ্ট হয়ে গেলো কংগ্রেস হাইকম্যান্ড জোটের স্বার্থে সব রকম আত্মত্যাগে রাজি। চরম প্রতিপক্ষের জন্যও বন্ধুত্বের দরজা খুলে রাখতে রাজি তারা। পাশাপাশি আপ ও কংগ্রেস কর্মীদের উদ্দেশে ‘কোমর বেঁধে’ কাজ করার বার্তা দিলেন রাহুল যাতে সাতটি আসনেই জয়লাভ করে জোট। পাশাপাশি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন নরেন্দ্র মোদির দিকে। বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে যে কোনও সময় তর্কে অংশগ্রহণ করতে পারি। যখন উনি চাইবেন আমার সঙ্গে তর্কে অংশ নিতে পারেন। কিন্তু কোনও দিন তা করবেন না উনি।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর, অজিত পি শাহ এবং সিনিয়র সাংবাদিক এন রাম সম্প্রতি রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্কের জন্য একটি প্ল্যাটফর্মে তাদের আমন্ত্রণ জানিয়েছেন। সূত্র : ইন্ডিয়া টুডে


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন