পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে।
সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।
সেন্টকম জানায়, গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি। সেন্টকম বলেছে, আগস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন।
প্রসঙ্গত, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক আইএসবিরোধী জোটের অংশ হিসেবে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
দেশ দুটিতে এই সেনারা এখনও অবস্থান করছেন। প্রায়ই সিরিয়া ও ইরাকে আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে যু্ক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সূত্র: এএফপি
পিএনএস/আনোয়ার
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩৫
31-10-2024 11:39AM