পিএনএস ডেস্ক: যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী থেকে এক লাখের বেশি সেনা সদস্য পালিয়েছে বলে দাবি করেছে দেশটির একজন এমপি।
বুধবার ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেল নভিনির একটি লাইভ শোতে এই দাবি করেন দেশটির আইনপ্রণেতা আনা স্কোরোখোৎ।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় তিন বছরে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে এক লাখেরও বেশি সংখ্যক সেনা পালিয়েছেন।
যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে এই সেনারা ব্যক্তিগত নানা কারণ দেখিয়ে ইউনিট প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে আর ফিরে আসেননি বলে লাইভ শোতে জানান আনা।
তিনি বলেন, ছুটি কাটিয়ে কাজে যোগ না দেওয়া সেনা সদস্যদের সঠিক সংখ্যা আমি বলব না; কারণ এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা এবং অন্যান্য অনেক স্পর্শকাতর ব্যাপার জড়িত। তবে এই সংখ্যাটি এক লাখের বেশি।
ইউক্রেনের সেনাবাহিনীতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা চলছে বলে লাইভ শো’তে বলেছেন আনা। এ নিয়ে ইউক্রেনের অনেক সেনা ও তাদের পরিবারের সদস্য তার কাছে অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমার কাছে তারা (সেনা ও তাদের পরিবারের সদস্যরা) প্রশ্ন করেছেন এবং আমি সেসবের উত্তর দিতে পারিনি। যেমন- কেন আমি একজন সেনা হয়ে ট্যাংকের সামনে দাঁড়াব আর আমার সিনিয়র কমান্ডাররা ফ্রন্ট লাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত ঘাঁটিতে বসে আরাম করবেন? কিংবা, কেন সেনা কর্মকর্তাদের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে রয়েছেন এবং বাকিরা নিষ্ক্রিয় আছেন?
ইউক্রেনের সামরিক বাহিনীর অন্যতম আইনজীবী রোমান লিখাশেভও এমপি আনা স্কোরোখোতের এই দাবির সত্যতা স্বীকার করেছেন। রুশ সংবাদমাধ্যম আরটিকে এই আইনজীবী বলেন, ইউক্রেনীয় বাহিনীতে নিশ্চিতভাবেই এক লাখেরও বেশি নথিভুক্ত সেনা দীর্ঘসময় ধরে অনুপস্থিত রয়েছে। সঠিক সংখ্যাটি একমাত্র সামরিক বাহিনীই বলতে পারবে। সূত্র: আরটি, তাস, আল-মায়াদিন
এসএস
বাহিনী থেকে পালিয়েছে এক লাখেরও বেশি ইউক্রেনীয় সেনা
31-10-2024 06:32PM