হানিয়ার জানাজা ইমামতি করলেন খামেনি

  01-08-2024 05:26PM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলি খামেনি।

জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন।

এর আগে, বুধবার ভোরে এক সন্ত্রাসী হামলায় তেহরানে নিজের বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন হানিয়া।

মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই ইরানের রাজধানীতে ছিলেন হানিয়া। সেখানে তিনি প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন।

হামাস প্রধানকে হত্যার ষড়যন্ত্রের বিস্তারিত খবর এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরান। সূত্র: মেহের নিউজ

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন