লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

  25-10-2024 01:48AM

পিএনএস ডেস্ক : দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সৈন্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

এতে আরও বলা হয়, আহত ছয় সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়া হয়েছে। তারা গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) তারা হামলার মধ্যে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দক্ষিণ লেবাননের আইতা আল সাব এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এতে একজন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই ট্যাঙ্ক ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাঙ্কটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সম্প্রতি আইত আল সাবা এলাকায় ইসরায়েল বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ভারী অস্ত্র, গ্রেনেড নিয়ে তারা লড়ে যাচ্ছে।

গত বুধবার ৭০ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে স্থল অভিযানের সময় তাদের ২০ সৈন্য নিহত হয়েছে এবং উত্তর ইসরায়েলে নিহত হয়েছে আরও ৩০ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন