স্পেনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১০

  15-11-2024 06:31PM

পিএনএস ডেস্ক: স্পেনের উত্তরাঞ্চলীয় শহর ভিলাফ্রাঙ্কা দে ইব্রোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আরাগন অঞ্চলের জাতীয় সরকারের শীর্ষ কর্মকর্তা ফার্নান্দো বেলট্রান জানান, একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

আরাগনের আঞ্চলিক প্রেসিডেন্ট জর্জ আজকন সাংবাদিকদের বলেন, নিহতরা সবাই জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কা বাসভবনে বসবাসকারী বয়স্ক ব্যক্তি। বাসভবনটি মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য কেয়ার হোম হিসেবে ব্যবহৃত হতো। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরেকজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ভোর ৫টায় আগুনের সূত্রপাত হয় এবং দমকল কর্মীদের এটি নিয়ন্ত্রণে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।

অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান এডুয়ার্ডো সানচেজ সাংবাদিকদের বলেন, আগুন যে কক্ষ থেকে শুরু হয়েছিল সেখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ধোঁয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় এই প্রাণহানি ঘটেছে।

ভবনটি পরিদর্শনের পর আরাগনের আঞ্চলিক প্রেসিডেন্ট জর্জ আজকন বলেন, ‘দরজাগুলো বন্ধ ছিল, এগুলো আগুন ছড়িয়ে পড়তে বাধা দিয়েছে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন