দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন: আসিফ মাহমুদ

  15-11-2024 06:51PM

পিএনএস ডেস্ক: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে। অনেক অফিসের কেরানীও তাদের দোসর।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। দলীয় নেতাদের দায়িত্ব পালন করছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনে দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন।

আসিফ মাহমুদ বলেন, জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। ২০২৪ সালকে রাজনৈতিকদেরও ধারণ করতে হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন