হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

  25-11-2024 02:45AM

পিএনএস ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটেছে দখলদার ইসরায়েলের সেনারা।
রোববার তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী।

আলজাজিরা সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

তিনি বলেছেন, “তায়ারের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতর অবস্থিত।”

এই সাংবাদিক আরো জানিয়েছেন গত কয়েকদিন ধরেই গুরত্বপূর্ণ ঐ পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়।

স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। তায়ার লক্ষ্য করে ইসরায়েল আজও বিশাল হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন