পিএনএস ডেস্ক: দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনীর কাউকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (২৪ নভেম্বর) গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বরাত দিয়ে প্রেস উইং জানায়, বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে তিনি জানিয়েছেন।
কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে- এমন তথ্য মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’ টেলিভিশন চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পিএনএস/রাশেদুল আলম
গুম কমিশনের সুপারিশে কাউকে বরখাস্ত করা হয়নি: প্রেস উইং
24-11-2024 10:50PM