গাজায় আরও ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

  25-11-2024 10:09AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে একদিনে ৩৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছেন অন্তত ৯৪ জন।

রোববার তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে চলা গাজা-ইসরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখের বেশি বাসিন্দা। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে রোববার উত্তর গাজার একমাত্র কার্যকরি কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার ঘটনায় হাসপাতালের প্রধানসহ অনেকে আহত হন।

একই দিন পূর্ব গাজার সেজাইয়া শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বাসিন্দারা শহর ছেড়ে উত্তর গাজায় স্থানান্তর হচ্ছে। তাদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিন নুসেইরাত, মাগাজী এবং মধ্য গাজাতেও ইসরায়েলের বর্বরতায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার রাফায় হামাস যোদ্ধাদের প্রতিরোধে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরাইল ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। এ ঘটনায় অন্তত ১১ জন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদোদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন