দামেস্ক ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার আল আসাদ, দাবি প্রেসিডেন্ট কার্যালয়ের

  08-12-2024 02:53AM

পিএনএস ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যদিও রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছেন বিদ্রোহীরা। মূলত দামেস্কের বিভিন্ন শহরতলি নিয়ন্ত্রণে নেওয়ার খবর আসার পর প্রেসিডেন্ট রাজধানী ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন।

শনিবার (৭ ডিসেম্বর) প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন ও রাজধানী দামেস্কেই আছেন।

বুধবার (৪ ডিসেম্বর) থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশার বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। ২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়েছে।

এইচটিএসের নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ আসাদ বাহিনী।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন