পিএনএস ডেস্ক: খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমে আরও একবার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে চলতি বছর ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ করা হয়েছে।
গত সোমবার (৯ ডিসেম্বর) এ বছর প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে টাইম। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ম্যাগাজিনটি ট্রাম্পের নাম ঘোষণা করে।
৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেয়া হয়। ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।
এসএস
টাইমে আরও একবার জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
12-12-2024 08:01PM