‘রক্ত পান করবো বলে’ মাকে কামড়-মারধর

  02-03-2025 04:59PM

পিএনএস ডেস্ক : পৃথিবীতে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মধুর হয়। তবে মাঝেমধ্যে সন্তানের সঙ্গে মায়ের মধ্যে ভেদাভেদ হতেই পারে। কিন্তু তাই বলে রক্ত পান করবো বলে মায়ের ওপর বর্বর নির্যাতন। এমনই এক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, ভারতের হরিয়ানা রাজ্যের হিসারে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। সেই তিন মিনিটের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত রিতা সিং তার বৃদ্ধ মা নিরামালা দেবীকে মারধর করছেন, কামড় দিচ্ছেন, চুল টেনে ধরছেন, চড় মারছেন। অভিযুক্ত তার মায়ের রক্ত পান করার কথাও বলছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তের ভাই অমরদীপ সিং পুলিশের কাছে রিতা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানান, রিতা তাদের মাকে আটকে রেখেছে।

সম্পত্তি নিজের নামে করে নেওয়ার লোভেই অনেক দিন যাবত আটকে রেখেছেন মাকে। মাকে মানসিক এবং শারিরিকভাবে নির্যাতনও চালিয়েছে। পুলিশ ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত দুই বছর আগে রিতা রাজগরের কাছে একটি গ্রামে সঞ্জয় পুনিয়াকে বিয়ে করেন। তবে শিগগরিই নিজ বাড়িতে ফেরত আসেন তিনি। এরপর থেকেই তার মায়ের ওপর প্রতিনিয়ত নির্যাতন করতে থাকেন তিনি। তার স্বামীকেও একই বাড়িতে থাকতে বাধ্য করেন তিনি।

অমরদীপ বলেছেন, রিতা কুরুক্ষেত্রে পারিবারিক সম্পত্তি বিক্রি করে ৬৫ লাখ টাকায়। এরপর নিজেই আত্মসাত করেন। তিনি আরও বলেন, রিতা তাকে বাড়িতে যেতে নিষেধ করে। বাড়িতে গেলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন।

আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার সাধুরাম জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা এবং প্যারেন্টস ও সিনিয়র সিটিজেনদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন অনুসারে, ২০০৭-এর অধীনে রিতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন