পিএনএস ডেস্ক: ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার অভিযোগ রয়েছে। তার এক যুগের শাসনামলে দেশটি গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। এদিকে এবার তার বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এবারের নির্বাচনে তিনি প্রবল কারচুপি করেছেন। এতে তার বিরেুদ্ধে সরে দাঁড়ানোর আন্তর্জাতিক চাপ উপেক্ষা করায় তাকে গ্রেপ্তারের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার। যথাক্রমে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি।
পিএনএস/আনোয়ার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
11-01-2025 10:00AM