পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার পেরাক রাজ্যে ৯ বাংলাদেশিসহ ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সোবার রাজ্যের ইপোহ শহরের আশেপাশে একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পেরাক রাজ্য ইমিগ্রেশন পরিচালক, মিওর হিজবুল্লাহ মিওর আবদ মালিক এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের অভিযোগ এবং পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জন কর্মকর্তা শহরের আশপাশের ৮টি প্রাঙ্গণে অভিযান চালায়। পেরাক রাজ্য ইমিগ্রেশন বিভাগ, গোয়েন্দা ও অপারেশন ইউনিট অভিযানে অংশ নেয়।
অভিযানে মোট ৩৮ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে মালয়েশিয়ান এবং বিভিন্ন বিদেশি ছিলেন।
অভিযানে ১৯ থেকে ৪৬ বছর বয়সি ২৪ জন অভিবাসী পুরুষকে অভিবাসন আইন লঙ্ঘনে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন পাকিস্তানি, ৯জন বাংলাদেশি, চারজন ভারতীয়, পাঁচজন ইয়েমেনি, একজন মিশরীয় এবং একজন ইন্দোনেশিয়ান রয়েছেন।
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫১(৫)(বি) ধারার অধীনে আরও তদন্তের জন্য আটকদের ইপোহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে ধারা ৬(১)(সি) এর অধীনে বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় থাকা, ধারা ১৫(১)(সি) এর অধীনে তাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং প্রবিধান ৩৯(বি) এর অধীনে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের তদন্ত করা হচ্ছে বলেও জানায় রাজ্যের অভিবাসন বিভাগ।
এ ছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগের জন্য দায়ী প্রাঙ্গণের মালিক এবং নিয়োগ কর্তাদের বিরুদ্ধেও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৫(বি) এবং ধারা ৫৫(ই) এর অধীনে তদন্ত করা হচ্ছে।
মিওর হিজবুল্লাহর মতে, বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা, নিয়োগ বা উপস্থিতির অনুমতি দিলে যে কোনো ব্যক্তি বা নিয়োগ কর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে মামলাসহ শাস্তি আরোপ করা হবে।
জেআইএম কেবল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই নয়, বরং অভিবাসন-সম্পর্কিত নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি বা দলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অভিবাসন বিভাগ।
এসএস
মালয়েশিয়ার পেরাক রাজ্যে ৯ বাংলাদেশি আটক
15-01-2025 09:14PM