বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় দিল্লি-ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত

  16-01-2025 10:55PM

পিএনএস ডেস্ক: ভারতে মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখতে চায় দিল্লি-ওয়াশিংটন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকা ও ভারতের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এরিক গারসেটি বলেন, ‘আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে।’

‘ভারত ও মার্কিন সম্পর্কের জন্য বাংলাদেশ সম্ভবত একটি সমস্যা ছিল। শেখ হাসিনা সরকারের পতন ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। এসব বিষয় আপনারা কীভাবে দেখছেন?’

এসব প্রশ্নের জবাবে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিক সিদ্ধান্ত সিবালকে বলেন, ‘আমেরিকা-ভারত একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায়। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যেকোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় এবং আমি মনে করি আমাদের একটি সুযোগ আছে। আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন